দৈনিক ভালো খবর
ট্রু কলার অ্যাপ জানাবে অচেনা কলারের পরিচয়

অনেক সময় অচেনা নম্বর থেকে ক্রমাগত কল বা মিসড কল আসে। বকাঝকা, ফোন সাইলেন্ট করেও লাভ হয় না। অনেককে, বিশেষ করে মেয়েদেরকে এ ধরনের বিড়ম্বনায় বেশি পড়তে হয়। এক্ষেত্রেও ট্রু কলার বেশ কার্যকর। অ্যাপটি দিয়ে জানতে পারবেন বিরক্তকারীর পরিচয়। এরপর ইচ্ছেমতো বা সুবিধা অনুযায়ী নিতে পারেন তার বিরুদ্ধে ব্যবস্থা।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে আর অ্যাপলের আইফোন ব্যবহারকারীরা আইটিউনস থেকে ট্রু কলার অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। কলদাতার ফোন নম্বর দিয়ে যদি ফেইসবুক একাউন্ট খোলা থাকে তাহলে তার ছবিও দেখা যাবে। বাড়তি সুবিধা হিসেবে থাকছে নম্বর ব্লক করার সুবিধা।