ক্রিকেট
আবার ব্যর্থ টাইগাররা

কলম্বো: নিদাহাস ট্রফিতে শেষ ওভারের উত্তেজনায় শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশের। রোববার নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে শেষ ওভারের উত্তেজনায় পাঁচ উইকেটে হেরে গেল টাইগাররা। ম্যাচটিতে বাংলাদেশের দেয়া ১৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। দলের পক্ষে রোহিত শর্মা ৪২ বল খেলে ৫৬ রান করেন। ৮ বল খেলে ২৯ রান করে অপরাজিত থাকেন দিনেশ কার্তিক। ২৮ রান করেন মনিশ পান্ডে। ২৪ রান করেন লোকেশ রাহুল। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ২টি, মোস্তাফিজুর রহমান ১টি ও নাজমুল ইসলাম অপু ১টি করে উইকেট নেন।
ইনিংসের শেষ তিন ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩৫। ১৭তম ওভারে মোস্তাফিজুর রহমান বোলিংয়ে এসে এক রান দিয়ে একটি উইকেট নেন। রুবেল হোসেনের করা ১৮তম ওভারে ২২ রান দেন রুবেল হোসেন। শেষ ওভারে বোলিংয়ে ছিলেন সৌম্য সরকার। ওভারের প্রথম ডেলিভারিটি ডট হয়। পরের বলটি ডট হয়। তারপরের বল থেকে আসে এক রান নেন বিজয় শঙ্কর। তৃতীয় বলে এক রান করেন দিনেশ কার্তিক। চতুর্থ বলে চার মারেন বিজয় শঙ্কর। পঞ্চম বলে আউট হয়ে যান তিনি। শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন দিনেশ কার্তিক।
ভারত ব্যাটিংয়ে নেমে দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায়। ইনিংসের তৃতীয় ওভারে সাকিব আল হাসানের বলে আরিফুল হকের হাতে ক্যাচ হন শিখর ধাওয়ান। সাত বল খেলে দশ রান করেন তিনি। দলীয় ৩২ রানেই দ্বিতীয় উইকেট হারায় তারা। ইনিংসের চতুর্থ ওভারে রুবেল হোসেনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন সুরেশ রায়না। তিন বল খেলে শূন্য রান করেন তিনি।
ইনিংসের দশম ওভারে রুবেল হোসেনের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ হন লোকেশ রাহুল। ১৪ বল খেলে ২৪ রান করেন তিনি। ১৪তম ওভারে নাজমুল ইসলাম অপুর বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ হন রোহিত শর্মা। ৪২ বল খেলে ৫৬ রান করেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার ১৪তম হাফ সেঞ্চুরি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান হাফ সেঞ্চুরি করেন। ৫০ বল খেলে ৭৭ রান করেন তিনি। এই রান করার পথে সাতটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার চতুর্থ হাফ সেঞ্চুরি।
১৮তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ হন মনিশ পান্ডে। ২৭ বল খেলে ২৮ রান করেন তিনি। শেষ ওভারে সৌম্য সরকারের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ হন বিজয় সঙ্কর।
এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ১৬ বল খেলে ২১ রান করেন। সাত বল খেলে ১৯ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। ভারতীয় বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল চার ওভার বল করে ১৬ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া ওয়াশিংটন সুন্দর ১টি ও জয়দেব উনাদকাত ২টি করে উইকেট নেন।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ভারত দল:
শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, রোহিত শর্মা (অধিনায়ক), মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাত ও যুজবেন্দ্র চাহাল।
নতুন বার্তা/এমআর