ব্যবসা ও বাণিজ্য
আসছে অপো এফ৫ ড্যাশিং ব্লু এডিশন

ঢাকা: ফেব্রুয়ারিতেই বাজারে আসছে অপো এফ৫ এর নতুন সংস্করণ ‘ড্যাশিং ব্লু’। হ্যান্ডসেটটিতে অপো’র অন্যতম জনপ্রিয় আরেকটি হ্যান্ডসেট এফ৫ এর আকর্ষণীয় সব ফিচারই থাকবে, যেমন আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি রিকগনিশন টেকনোলজি, ২০ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইত্যাদি।