খেলা
আহত বাঘের থাবায় কুপোকাত সিংহ!

কামরুজ জামান : দুবাইয়ে শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছিলো টাইগার বাহিনী। অভিযানের শুরুতেই চেনা প্রতিপক্ষ। পরস্পরের নাড়ি-নক্ষত্র জানা দু’দলেরই। বাংলাদেশের জন্য সেটা যদি হয় স্বস্তির উপলক্ষ্য, তবে অস্বস্তির কারণ ও ছিলো অনেক।
সব অস্বস্তি শেষ হলো টাইগার বাহিনীর ব্যাটিং আর বোলিং ঝড়ে।
ব্যাটিং আর বোলিং উভয় ক্ষেত্রে অসাধারন নৈপুণ্য দেখিয়ে ১৩৭ রানের দুর্দান্ত এক জয় দিয়ে এশিয়া অভিযান শুরু করলো টিম বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ মুশফিকুর রহিমের ১৫০ বলে ১৪৪ রান এবং মোহাম্মদ মিথুনের ৬৮ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে বাংলাদেশ ৪৯ ওভার ৩ বলে ২৬১ রানের স্কোর করে। আর তামিম ইকবালের আহত হয়ে ও ব্যাটিং চালিয়ে যাওয়া অনুপ্রাণিত করে পুরো দলকেই।
তবে শ্রীলংকার দেয়ালে শেষ পেরেক মারে বাংলাদেশের বোলাররা।
মুস্তাফিজ শুরু করে লংকান বধ! টাইগার বাহিনীর সেনাপতি মাশরাফির টানা শিকারে বিপর্যস্ত হয় লংকানরা। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি শ্রীলংকা।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মুশফিকুর রহিম।