খেলাহোমপেজ স্লাইড ছবি
ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবেন মেসি?

গত ২০ অক্টোবর লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে হাতে চোট পান মেসি। পরে তার ডান কবজির হাড়ে চিড় ধরা পড়ে। তখন বলা হয়েছিল, তিন সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না মেসি।
চোট কাটিয়ে চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের বার্সেলোনা দলে ফিরেছেন লিওনেল মেসি। তবে ক্লাবের মেডিক্যাল টিম এখনো খেলার ছাড়পত্র দেয়নি আর্জেন্টাইন তারকাকে। তবে চোটে পড়ার ১১ দিন পরই গত বুধবার অনুশীলনে ফেরেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এবাব তিনি দলেও ফিরলেন।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ফিরতি লেগে ইন্টার মিলানের মাঠে খেলবে বার্সেলোনা। দলের সঙ্গে মেসিও মিলানে যাবেন। তবে তিনি খেলবেন কি না, তা বলা যাচ্ছে না।
চোটে পড়ার আগে দারুণ ফর্মে ছিলেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে করেছেন ১২ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয় গোল। চোট কাটিয়ে ফেরার পর আগের মেসিকে দেখা যাবে কিনা
সেই প্রশ্ন এখন সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মনে।