বিনোদন
ইয়োন্ডার মিউজিক অ্যাপে “অপরাজেয়”

ঢাকা: সাকিব আল হাসানের জন্য নিবেদিত থিম সং “অপরাজেয়” নিয়ে এসেছে ইয়োন্ডার মিউজিক বাংলাদেশ। নেমেসিস ব্যান্ড জেফারকে ফিচার করে এই গানটি তৈরি করেছে এবং শুধু মাত্র ইয়োন্ডার মিউজিক অ্যাপে গানটি পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে এটি ইন্টারনেটে চাঞ্চল্য তৈরি করেছে। বাংলাদেশের ইতিহাসের এই অসাধারণ মুহূর্তটি ইয়োন্ডার মিউজিক অ্যাপের সকল ব্যবহারকারী এক্সপেরিয়েন্স করতে পারবেন।