লাইফস্টাইলহোমপেজ স্লাইড ছবি
ঈদের কেনাকাটায় কোথায় কত ছাড়?

মৃন্ময়ী মোহনা: ঈদ আনন্দের অনেকটা অংশ জুড়ে থাকে কেনাকাটা। প্রযুক্তির উন্নতির সাথে সাথে কেনাকাটার পদ্ধতিতেও এসেছে নানা পরিবর্তন। মোবাইল ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট কেনাকাটাকে করেছে সহজ ও ঝামেলামুক্ত। ঈদ উপলক্ষ্যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্ডহোল্ডারদের জন্য রয়েছে ঈদের কেনাকাটায় বিশেষ ছাড়! ঈদের কেনাকাটায় কোথায় কত ছাড়? আসুন জেনে আসি।
বিকাশ: পুরো রমজান মাস জুড়ে ২০টিরও বেশি পার্টনার অনলাইন শপগুলোতে পেমেন্ট বিকাশ করলে পাচ্ছেন ২০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিস্তারিত জানতে ভিজিটঃ https://www.bkash.com/payment/
এছাড়াও বিভিন্ন কাপড়, জুতা ইত্যাদির ব্র্যান্ডের শোরুম থেকে কেনাকাটায় বিকাশে থাকছে ছাড়। এক্ষেত্রে বিকাশ অ্যাপ ব্যবহার করলে ছাড় বেশি পাওয়া যাবে। যেসব শোরুমে বিকাশ দিয়ে টাকা পরিশোধ করলে ক্যাশব্যাক পাওয়া যাবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘লা রিভ’, ‘জিলস’, ‘আড়ং’, ‘কে ক্রাফ্ট’,’রঙ’ ইত্যাদি।
Nexuspay: ডাচ বাংলা ব্যাংক প্রদত্ত nexusPay কার্ড দিয়ে পেমেন্টে পাওয়া যাবে ৩০% পর্যন্ত ক্যাশব্যাক। ১৬২১৬ নম্বরে ডায়াল করলে জানা যাবে বিস্তারিত। রকেট অ্যাপ ( http://bit.ly/DBBLRocket) দিয়ে পেমেন্টে পাওয়া যাবে ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আকর্ষনীয় এই অফারটি চলবে আগামী শাওয়াল মাসের ০৫ তারিখ পর্যন্ত।
এছাড়া কেনাকাটায় NexusPay অ্যাপ এবং রকেট অ্যাপ অ্যাপ একসাথে ব্যবহার করলে প্রতিদিনের যৌথ পেমেন্টে পাওয়া যাবে ৪০০ টাকা ছাড়।
লঙ্কাবাংলা: কেনাকাটায় এটি ব্যবহার করলে বিভিন্ন শোরুমে পাওয়া যাবে বিভিন্ন মাত্রার ছাড়। যেমন, আড়ং এ ২৫%, ভাসাবিতে ১৩%(জুয়েলারি ব্যতীত), অন্যমেলায় ১০%, কুমুদিনী হ্যান্ডিক্রাফ্টসে ১০%, ও টুতে ১২%, লেদারেক্স ১০%।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ড: স্টান্ডার্ড চার্টার্ড-এর ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করলে বিভিন্ন শোরুমে পাওয়া যাবে সর্বোচ্চ ২৮% পর্যন্ত ছাড়।বিস্তারিত জানা যাবে https://www.facebook.com/609661009065483/posts/2409432645754968/ এই লিংকে প্রবেশ করলে।
মাস্টারকার্ড: অনলাইন এবং সরাসরি কেনাকাটা, দুই ক্ষেত্রেই মাস্টারকার্ড ব্যবহারে পাওয়া যাবে বিভিন্ন মাত্রার ছাড়।অনলাইন শপগুলোর যেসবে ছাড় পাওয়া যাবে, সেগুলো হলো – স্বপ্ন (৫%), প্রিয়শপ(১০%), বাগডুম (১০%)
সিটিব্যাংক ক্রেডিট কার্ড: সিটিব্যাংকের American Express® Card ব্যবহারে অনলাইনে ২০% এবং বিভিন্ন শোরুমে পাওয়া যাবে ৩০% পর্যন্ত সঞ্চয়ের ব্যবস্থা। আরও বিস্তারিত জানতে: http://bit.ly/2HfUc2l
আড়ং এর নিজস্ব অ্যাপ দিয়ে প্রথম কেনাকাটায় ১০% ছাড় পাওয়া যাবে। এছাড়া মেম্বারশিপ কার্ডের অধিকারীরা পাবেন ৩০% পর্যন্ত ছাড়। এক্সটেসির ‘গোল্ড কার্ড’ হোল্ডাররা ‘এক্সটেসি’ এবং ‘তানজিম’ থেকে পণ্য কিনলে পাবেন বিশেষ সুবিধা।