বিদেশ
উত্তর কোরিয়ার সঙ্গে ১৪ বার গোপন বৈঠক ইউরোপের

ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল গত তিন বছরে উত্তর কোরিয়ার সঙ্গে অন্তত ১৪ বার গোপন বৈঠক করেছে বলে খবর পাওয়া গেছে। পিয়ংইয়ংকে তার পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করাতে রাজি করানোর জন্য এসব বৈঠক হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধিদলের একজন ব্রিটিশ সদস্য।
ইউরোপীয় পার্লামেন্টে ব্রিটিশ রক্ষণশীল প্রতিনিধি নিরাজ ডিভা গতকাল (বুধবার) স্ট্রাসবার্গে ওই পার্লামেন্টের সাধারণ অধিবেশনের অবকাশে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, উত্তর কোরিয়ার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আমরা দেশটির পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছি এবং তারা আমাদের আশঙ্কাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। অচিরেই ব্রাসেলসে উত্তর কোরিয়ার সঙ্গে