দৈনিক ভালো খবর
এপ্রিলে রাজধানীতে চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের সুবিধার্থে রাজধানীর ধানমন্ডি, উত্তরা, মতিঝিলে পৃথকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বুধবার রাজধানীর নগর ভবনের সভা কক্ষে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বাস রুট রেশনালাইজেসন বিষয়ে গঠিত কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি।
সাঈদ খোকন বলেন, চক্রাকার বাস সার্ভিসটি এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রাথমিকভাবে চালু হবে। সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় আমরা এ সেবাটি চালু করতে পারব বলে আশা করছি।