বিদেশ
এবার পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলার একই সময় এবার একটি পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সরকারি পত্রিকা রডং সিনমুন জানিয়েছে, শুক্রবার বিকেলে উত্তর কোরিয়ার ‘ইয়ং বিয়ান’ পরমাণু স্থাপনায় সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আরেকটি পরমাণু চুল্লির সফল পরীক্ষা চালানো হয়েছে।
পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, ইয়ং বিয়ান পরমাণু স্থাপনার চুল্লিগুলো থেকে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরমাণু অস্ত্রও তৈরি করা সম্ভব।
সাম্প্রতিক বছরগুলোতে এই পরমাণু স্থাপনা উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতা চালানোর সবচেয়ে কার্যকর স্থাপনা হিসেবে পরিচিতি পেয়েছে।