বাণিজ্য বার্তা
এস এস সি৯৭-এইচ এস সি-৯৯ ব্যাচের উদ্যোগে ফ্রি ডেন্টাল চেক আপ

গত ২২শে এপ্রিল জয়তু বন্ধুত্ব স্লোগান নিয়ে ফেসবুক ভিত্তিক সংগঠন SSC97-HSC99 এর উদ্যোগে গাজীপুর সরকারি শিশু পরিবার (বালিকা) এ এক ডেন্টাল হেলথ ক্যাম্প আয়োজিত হয়। উক্ত ক্যাম্পে প্রায় ১০০ জন কিশোরী কে বিনা মূল্যে ডেন্টাল চেক আপ এবং আনুষঙ্গিক উপকরণ উপহার হিসেবে দেয়া হয়। এছাড়া কিশোরী দের বয়ঃসন্ধিকালের পরিচ্ছন্নতা এবং অন্যান্য বিষয় নিয়ে একটি সেমিনার এবং প্রয়োজনীয় স্যানিটারি উপকরণ ও বিতরন করে সংঠনটি। এরপর সবাই একসাথে দুপুরের খাবার গ্রহণ করেন।
পুরো অনুষ্ঠানে সংগঠনটির সাথে সহযোগিতা করে সংগঠনটির সদস্য ড. শাখাওয়াত হোসেন, ড. সায়মা হোসেন, ড. রেযওয়ানুল হক এলিন, ড. নাজিয়া সুলতানা শুভ্রা। এছাড়াও সহযোগিতা করে পেশাজীবি সংগঠন ফর দ্য পিপল বাংলাদেশ, বাংলাদেশ ডেন্টাল ক্লাব এবং প্রজেক্ট এক টাকার খাবার।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, সংগঠনটির সদস্য শারমিন,আশরাফ, নাহিদ, রঞ্জু, আশা, সুমি, ফৌজিয়া প্রমুখ। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সঞ্চালনায় ছিলেন SSC97-HSC99 এর সদস্য কাজী হামিম সালেহ।