ব্যবসা ও বাণিজ্য
‘এ্যাংকার’ মিল্ক পাউডার -এর নব যাত্রা

ঢাকা: বাংলাদেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের প্রত্যাশা নিয়ে নিউজিল্যান্ডের দুগ্ধজাত খামারিদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার উৎপাদিত ‘এ্যাংকার’ ফুল ক্রিম মিল্ক পাউডার বাংলাদেশে নতুন করে যাত্রা শুরু করেছে। আজ রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘এ্যাংকার’-এর নতুন মোড়ক উন্মোচন করা হয়।