ঢাকা: ভালোবাসা দিবসে আরটিভি’র বিশেষ নাটকে কবি চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম। এবারের ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘কহেন কবি ভূতনাথ’। নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ ও পরিচালানা করেছেন মুরসালিন শুভ।