বিনোদন
কাজ পেতে নবাগতরা শরীর বিকিয়ে দেন: একতা

মুম্বাই: এমন অনেক প্রযোজক আছেন যারা কাজ দেওয়ার লোভ দেখিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নবাগতদের কাছ থেকে অন্যায় ফায়দা লোটেন। কিন্তু এমন অভিনেতা অভিনেত্রীও রয়েছেন, যারা যৌনতার বিনিময়ে কাজ জোগাড় করেন ইচ্ছাকৃতভাবে। বললেন বিশিষ্ট টিভি ও চলচ্চিত্র প্রযোজক একতা কাপূর।