দৈনিক ভালো খবর
কান উৎসবে বাংলাদেশের ’স্যান্ড সিটি’

কান চলচ্চিত্র উৎসবের প্যারালাল বিভাগ ‘লা ফেবরিক: তু লেস সিনেমাস দ্যু মন্ড’ বা ‘বিশ্ব সিনেমা’। বিশ্বের বিভিন্ন দেশের জীবনমুখী ও ভিন্নধর্মী চলচ্চিত্রের প্রদর্শনী হয় এতে।
উদীয়মান চলচ্চিত্র নির্মাতারা এই আয়োজনে অংশ নিয়ে তাদের ভবিষ্যৎ প্রকল্প সম্পর্কে জানাতে পারেন। এই আয়োজনে নির্মাতাদের প্রকল্পকে আরেও সমৃদ্ধ করতে বিভিন্ন আইডিয়া যেমন দেওয়া হয়, তেমনি অর্থায়নের বিষয়টিও বিবেচনা করা হয়।
এবার সেই বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশি তরুণ নির্মাতা মাহদী হাসানের প্রথম চলচ্চিত্র ‘স্যান্ড সিটি’র পাণ্ডুলিপি তথা প্রকল্প। ‘শঙ্খধ্বনি’র পর বাংলাদেশের দ্বিতীয় কোনও চলচ্চিত্র প্রকল্প হিসেবে এতে মনোনীত হলো ছবিটি।
‘স্যান্ড সিটি’র গল্প সম্পর্কে মাহদী জানান, এটা ঢাকা শহরের গল্প। এ শহরের সংগ্রামের তিনটি চরিত্রের মাধ্যমে তুলে ধরা হবে ছবিটিতে। বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন নির্মাতা সম্মানজনক এ বিভাগের জন্য নির্বাচিত হয়।