রাজনীতি
কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা

ঢাকা: অনেক আলোচনা আর সমালোচনার পর ঢাকা মেডিকেলের চার চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কারাবন্দি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছে।
রোববার দুপুরে রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার চিকিৎসক।
ঢাকা মেডিকেলের যে চারজন চিকিৎসক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করতে কারাগারে যান তাঁরা হলেন অর্থোপেডিক বিভাগের অধ্যাপক শামসুজ্জামান, নিউরোলজি বিভাগের মনসুর হাবীব, মেডিসিন বিভাগের টিটু মিয়া ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সোহেলী রহমান।
কারা সূত্র জানিয়েছে, দুপুর ১টা ১৫ থেকে প্রায় ১ ঘন্টা বোর্ড সদস্যরা কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়ে অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেয়ার দাবি জানান।