বাণিজ্য বার্তা
কিশোরগঞ্জের আশরাফুল আলম মাগুরার নতুন ডিসি

কিশোরগঞ্জের কৃতি সন্তান ড. আশরাফুল আলম মাগুরা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পেয়েছেন । বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে মাগুরা জেলা ছাড়াও হবিগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে।
মাগুরা জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পাওয়া ড. আশরাফুল আলম মন্ত্রিপরিষদ বিভাগে আইন-১ অধিশাখা এবং কাউন্সিল অফিসার (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ড. আশরাফুল আলম ২২ বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের নবুরিয়া গ্রামে।