দৈনিক ভালো খবর
কৃত্রিম হৃদযন্ত্র বানিয়েছেন বিজ্ঞানীরা

থ্রিডি প্রিন্ট হৃদযন্ত্র দিয়েই যদি বেঁচে থাকা যায় তা হলে অঙ্গদানের প্রয়োজনীয়তা আর কোথায়। শুনতে অবাক লাগলেও যুগান্তকারী এই আবিষ্কারে সফল হয়েছেন ইসরাইলের বিজ্ঞানীরা। খবর অ্যাডভান্স সায়েন্স জার্নালের।
সম্প্রতি থ্রিডি প্রিন্টের সাহায্যে একটি পূর্ণাঙ্গ মানবহৃদয় বানিয়েছেন দেশটির বিজ্ঞানীরা। মানব হৃৎপিণ্ডের প্রতিটি সিস্টেমই বর্তমান ওই কৃত্রিম হৃদযন্ত্রে। তবে কর্মক্ষমতা এখনও উন্নত নয়। ভবিষ্যতে এর মান উন্নততর করতেই কাজ করবেন বিজ্ঞানীরা।
গবেষণায় নেতৃত্বে থাকা বিজ্ঞানী তেল দেভির জানিয়েছেন, এই হৃদযন্ত্রের পাম্পিং ক্ষমতা থাকলেও তা এখনও যৎসামান্য। হৃদযন্ত্রটির পাম্পিং ক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে, যা সময়সাপেক্ষ।