বিনোদন
কেন রণবীরকে এত পছন্দ দীপিকার

মুম্বাই; আজকাল আর খুব একটা একসঙ্গে দেখা যায় না দু’জনকে। বিশেষ করে প্রকাশ্যে তো একেবারেই না। নাহ, বলিউডের বাজিরাও-মস্তানির মধ্যে কোনও মনোমালিন্যর খবর মেলেনি। বরং ইচ্ছা করেই একটু দূরত্ব বজায় রেখেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এক তো পরিচালক সঞ্জয় লীলা বনশালির বারণ রয়েছে। কারণ ‘পদ্মাবত’-এ রানি পদ্মাবতী হিসেবে দেখা যাবে দীপিকাকে। আর রণবীর হয়েছেন আলাউদ্দিন খিলজি। এমনিতেই ‘পদ্মাবত’ নিয়ে যা হ্যাপা পোহাতে হচ্ছে তা বোধহয় আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন পরিচালক। তাই শুটিং শুরুর সময় থেকেই দুই তারকাকে একটু দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন।
অবশ্য এর মধ্যেও যে দু’জনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়নি তা নয়। তবে তা হাতে গোনা কয়েকবার মাত্র।