লাইফস্টাইল
কোন জুতা পরিষ্কার করবেন কীভাবে?

অনুষ্ঠান অনুযায়ী পোশাক ও মেকআপ বেছে নেওয়া হয়। ঠিক তেমনই সব সাজপোশাকের সঙ্গে সব জুতো মানায় না। তাই, আমাদের প্রায় প্রত্যেকেরই একাধিক জুতো থাকে। নতুন জুতো কিছুদিন পড়বার পর তা ময়লাও হয়ে যায়। সেই সব জুতো পরিষ্কার করবার ঝামেলাও অনেক রকমের হয়। চিন্তা না করে দেখে নিন ঘরোয়া উপায়ে কোন ধরনের জুতো কীভাবে পরিষ্কার করবেন-
স্নিকার বা স্পোর্টস সু
হিল জুতা
হিল পরিষ্কার করার জন্য দাগের উপর চক পাউডার লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর তা ভেজা কাপড় দিয়ে মুছে নিন। দেখুন হিল জুতো চকচক করবে।
চামড়ার জুতা
একটি গোটা লেবু নিন। তা থেকে রস বার করে নিনি। এবার ওর সঙ্গে ২ চামচ বেকিং সোডা মেশান। এবার একটি টুথব্রাশে করে পেস্টটি নিয়ে জুতোতে ঘষে নিন দাগ চলে যাবে।
স্নিকার বা স্পোর্টস শু থেকে দাগ ওঠানোর জন্য একটি পুরোনো টুথব্রাশ নিন। এবার ২ চামচ ভিনিগার ও ২ চামচ বেকিং সোডা দিয়ে একটি পেস্ট তৈরি করুন। ওই পেস্টটি