মতামত
ক্ষমতা কিছু মানুষ কে উন্মাদ করে দেয়

ক্ষমতা কি কিছু মানুষ কে উন্মাদ করে দেয়? অন্য মানুষ কে তুচ্ছতাচ্ছিল্য করতে শেখায়! ক্ষমতার আসনে বসামাত্রই মানুষের চেহারা বদলে যায় কেন? প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ভিতরের পশুস্বভাব মাথাচাড়া দিয়ে উঠে। সভ্যতা, মানবিকতা গায়ে থেকে খুলে ঝাঁপিয়ে পড়তে এক মুহুর্ত দেরী করে না।