রাজনীতি
খালেদার অসুস্থতা নিয়ে বিএনপির মিথ্যাচার করছে:কাদের

ঢাকা: খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।
শনিবার দুপুরে, বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া আগে যেমন ছিলেন, এখনও তেমন আছেন। তাঁর অসুস্থতা নিয়েও বিএনপি এখন মিথ্যা কথা বলছে।
এদিকে, দুপুরে সাতক্ষীরার দেবহাটা থানার নতুন ভবন উদ্বোধন শেষে স্মরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই।
এসময় বিএনপির সমাবেশের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, ঝুঁকি থাকায় বিএনপিকে সমাবেশ করতে দেয়া হয়নি, নিরাপত্তা বিশ্লেষণ করে আগামীতে তাদের সমাবেশের অনুমতি দেয়া হবে বলে।
নতুন বার্তা/কেকে