রাজধানী
খিলক্ষেতের দুর্ঘটনা এবং পাঠাওয়ের প্রতিবাদ

ঢাকা: পাঠাও লিমিটেড গতকাল সোমবার রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি দুঃখজনক সড়ক দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছে। তথ্যানুয়ায়ী সেখানে একটি বেপরোয়া বাস নিয়ন্ত্রন হারিয়ে একটি মোটরসাইকেলকে মারাত্মকভাবে চাপা দেয়। খিলক্ষেত থানা কর্তৃক উক্ত বাসটি আটক করা হয়েছে তবে ঘাতক ড্রাইভার পলাতক রয়েছে, পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে। দুর্ঘটনার সংবাদপ্রাপ্তির পর পাঠাও তার নিজ তথ্য-ভান্ডার পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে উক্ত দুর্ঘটনার সময় মোটরবাইক চালক পাঠাও ব্যবহার করছিলেন না। সম্ভবত দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি অন্য কোন রাইড শেয়ারিং কোম্পানীর অধীনে সক্রিয় ছিল। কিংবা মোটরবাইকের চালক তখন ব্যক্তিগতভাবে (অফলাইনে) ভাড়ায় যাত্রী পরিবহন করছিলেন।
এই দূর্ভাগ্যজনক দুর্ঘটনায় শিকার ক্ষতিগ্রস্থদের প্রতি আমরা গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি। সেই সাথে এই মর্মান্তিক ঘটনার সংঙ্গে পাঠাওকে জড়িয়ে বিভিন্ন মিথ্যা সংবাদ প্রচারের অপপ্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।