শিক্ষাঙ্গন
গবিসাসের সভাপতি রিফাত সম্পাদক মুন্নি

সাভার: সাভারের গণ বিশ্ববিদ্যালয় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের গণবি প্রতিনিধি মো. রিফাত মেহেদীকে সভাপতি ও প্রতিদিনের সংবাদের গণবি প্রতিনিধি মুন্নি আক্তারকে সাধারণ সম্পাদক করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ৫ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
