লাইফস্টাইল
গরমে বিয়েবাড়ি? মেকআপ ধরে রাখবেন কীভাবে

গরমকাল মানেই ঘাম, আর তাতে মেকআপের দফারফা। আবার এই গরমকালেই যত অনুষ্ঠান, বিশেষ করে বিয়েবাড়ি তো লেগেই থাকে। যদি নিকট আত্মীয় বা বন্ধুর বিয়ে হয়, তাহলে তো কথাই নেই। সারাদিনই সেজেগুজে থাকতে হবে, ঠিক রাখতে হবে মেকআপও। চিন্তা করছেন, কীভাবে গরমে মেকআপ ঠিক রাখবেন? জেনে নিন কয়েকটি সহজ উপায়।
বেসিকটা অবশ্যই সঠিক হতে হবে
- ফাউন্ডেশনের আগে অ্যান্টিশাইন প্রোডাক্ট ব্যবহার করুন
- লাইটওয়েট এসেন্স, সিরাম অথবা ময়েশ্চারাইজ়ার দিয়ে ত্বককে ভিজিয়ে নিন
- নাকের পাশে ও চোখের নিচে স্পট কনসিলর ব্যবহার করুন
- অয়েল-ক্লিনজ়ার দিয়ে ত্বককে ডাবল-ক্লিনজ় করুন
- ফাউন্ডেশন ব্যবহারের আগে ব্রাশ দিয়ে পাউডার লাগান
চোখের জন্য টিপস
- চোখের পাতাতেও কনসিলর লাগান
- প্রথমে ভালো আই-বেস, এরপর ওয়াটারপ্রুফ আই লাইনার এবং ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করুন
- সবশেষে ল্যাশ লাইন থেকে ভ্রু পর্যন্ত পাউডার আইশ্যাডো লাগান
ঠোঁটের জন্য কী করবেন
- স্কিনটোন অনুযায়ী সামার কালার ব্যবহার করুন। দিনের বেলার অনুষ্ঠানের জন্য পিঙ্ক এবং নুড কালার বেস্ট
- লিপ পেনসিল দিয়ে প্রথমে ভিতরের দিকে কালার ইন করে নিন, যাতে গরমে লিপস্টিক গলে না যায়
- লিপস্টিক লাগানোর পর টিসু দিয়ে মুছে নিন। এরপর গ্লস ব্যবহার করুন, যাতে চ্যাটচ্যাটে ভাব কেটে যায়
- সবশেষে ব্যবহার করুন লিপস্টিক কনসিলর
- মেকআপের পাশাপাশি মাথায় রাখবেন, দিনের বেলার অনুষ্ঠানের জন্য সানস্ক্রিন কিন্তু মাস্ট
নতুন বার্তা/কেকে