বাণিজ্য বার্তা
গ্রামীনফোন এবং লাফ্স গ্যাসের মধ্যে বিজনেস সলুশন এগ্রিমেন্ট

ঢাকা: আজ লাফ্স গ্যাস বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অফিসে বাংলাদেশে টেলিকমিউনিকেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রামীনফোন লিমিটেড এবং -লাফ্স গ্যাস বাংলাদেশ লিমিটেড কোম্পানির মধ্যে বিজনেস সল্যুশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। যার অধীনে গ্রামীনফোন – থেকে লাফ্স গ্যাস বিজনেস সল্যুশন পোষ্টপেইড এবং অন্যান্য বিশেষ সুবিধা পাবে।
গ্রামীণফোন লিমিটেডের হেড অফ কর্পোরেট নাসার ইউসুফ,হেড অফ লার্জ কর্পোরেট মাসুদ পারভেজ, কী একাউন্ট ম্যানেজার মোঃ হাসানুল ইসলাম , কী একাউন্ট ম্যানেজার ফান্নানা আহমেদ এবং লাফ্স গ্যাস এর পরিচালক ও সিইও মোহাম্মদ সাইদুল ইসলাম , চিফ অপারেটিং অফিসার বানজিত জয়াবর্ধনে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন. এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীনফোন এবং লাফ্স গ্যাসের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।