দৈনিক ভালো খবর
চক্রাকার রেল চলবে রাজধানীতে

রাজধানী ঢাকার যানজট নিরসনে চক্রাকার রেল সার্ভিস চালু করবে সরকার। এ লক্ষ্যে সমীক্ষা পরিচালনার জন্য চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।
রেলভবনে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির মেয়াদ ধরা হয়েছে এক বছর। চুক্তি অনুযায়ী ২০২০ সালের এপ্রিল মাসের মধ্যে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে সমীক্ষার কাজ শেষ করতে হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার টাকা।
রেলওয়ে কর্তৃপক্ষ যে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানগুলো হলো- চায়না রেলওয়ে সিয়ান সার্ভে ও ডেজিং গ্রুপ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান বিইটিএস কনসালটিং সার্ভিস লিমিটেড ও ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যাডভাইজার্স লিমিটেড (ইএএল), বাংলাদেশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন, রেলওয়ের মহাপরিচালক কাজী রফিকুল আলম ও চুক্তিস্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।