দৈনিক ভালো খবর
চার মাসেই রেমিট্যান্স ৬ বিলিয়ন ডলার

২০১৯-২০ চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-১৯ থেকে অক্টোবর-১৯) প্রবাসীরা দেশে ৬১৮ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি বাংলাদেশি মুদ্রায় (১ ডলার, ৮৫ টাকা ধরে) ৫২ হাজার ৬০২ কোটি ২৫ লাখ টাকা। বিলিয়নের হিসাবে এর পরিমাণ ৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের (২০১৮-১৯) একই সময়ের চেয়ে ২১ দশমিক ৬৯ শতাংশ বা ১১০ কোটি ২৭ লাখ ডলার বেশি।
সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সিরাজুল ইসলাম বলেন, গত অক্টোবর মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৬৩ কোটি ৯৬ লাখ ডলার। এটি বাংলাদেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে গত মে মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ১৭৪ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নানা ইতিবাচক পদক্ষেপের কারণে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।
উল্লেখ্য, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটির বেশি প্রবাসী বাংলাদেশী রয়েছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জিডিপিতে অবদান রেখেছে ১০ শতাংশের বেশি। বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০টি দেশ হলো যথাক্রমে সৌদি আরব, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কুয়েত, ওমান, যুক্তরাজ্য, কাতার, ইতালি ও বাহরাইন।
সূত্রঃ সারাবংলা