প্রযুক্তিহোমপেজ স্লাইড ছবি
ছবি থেকে লেখা কপি করবেন কিভাবে?

প্রায়ই আমাদের বিভিন্ন ছবি দেখে লেখা আলাদা করে টাইপ করতে হয় কারণ ছবি থেকে সরাসরি লেখা কপি করা যায় না।ছবি থেকে লেখা কপি করার বিকল্প পদ্ধতি আছে। যে পদ্ধতিতে ছবি থেকে যেকোন ধরনের লেখা কপি করা যায় খুব সহজে। আসুন জেনে আসি ছবি থেকে লেখা কপি করার উপায়। এর জন্য আপনার Computer এ Microsoft Office ইনস্টল দেয়া থাকতে হবে। না থাকলে ইনস্টল করে নিতে হবে। তারপর —
১. Start এ Click করে All Programs option এ click করতে হবে।
২. এখান থেকে Microsoft Office Folder এ Click করতে হবে।
৩. এরপর Microsoft OneNote এ click করতে হবে। এর ফলে Microsoft OneNote open হবে।
৪. এরপর যে ছবি থেকে text কপি করতে হবে সেই ছবিটি কপি করে Microsoft OneNote এ পেস্ট করতে হবে।
৫. তারপর ছবিটির উপর মাউস দিয়ে Right click করতে হবে এবং Copy text from picture এ click করতে হবে।
৬. এবার একটি Microsoft word document open করে সেখানে পেস্ট করলেই ছবির text গুলি কপি হয়ে যাবে।