খেলাহোমপেজ স্লাইড ছবি
ম্যাচে ফিরছে বাংলাদেশ?

সিলেট টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করছে সফরকারী জিম্বাবুয়ে।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৪৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় প্রতিরোধ গড়তে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই। তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামার আগে ১৪০ রানের লিড পেয়েছিলো জিম্বাবুয়ে।
তৃতীয় দিনে আজ লাঞ্চের পরই ২৫০ ছাড়িয়েছে জিম্বাবুয়ের লিড। প্রথম ইনিংসে পাওয়া ১৩৯ রানের লিডকে টেনে যথা সম্ভব বড় করার চেষ্টায় রয়েছেন জিম্বাবুয়ে। ইংনিংসের ৩৭ তম ওভার শেষে ২৫০ ছাড়িয়ে যায় সফরকারীদের লিড। লাঞ্চের পর কিছুটা আক্রমণাত্মক ব্যাট করার চেষ্টা করছেন দলটির ব্যাটসম্যানরা।
সর্বশেষ খবর পর্যন্ত সফরকারী জিম্বাবুয়ে দলের সংগ্রহ : ১৩১/৬ লিড: ২৭০
উইকেটে মাটি কামড়ে আটকে থাকা মাসাকাদজাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেছেন মিরাজ। ইনিংসের ৩৬ তম ওভারের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলে জিম্বাবুয়ে অধিনায়ককে ফেরান মিরাজ। সাজঘরে ফেরার আগে ১০৪ বলে ৭টি চারে ৪৮ রান করেন মাসাকাদজা।