ঢাকার বাইরে
জুয়া খেলা নিয়ে আওয়ামী লীগেরদু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

মাগুরা: তাস খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে মাগুরার মহম্মদপুর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত নয়টার দিকে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সোবহান মিয়ার সাথে আওয়ামী লীগ নেতা ও গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহনকারী আ. মান্নান ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এলাকায় আধিপত্য নিয়ে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে উভয় গ্রুপের সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।