খেলা
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্যকে পাশে পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। শিশিরের ভূমিকার কথা মাথায় রেখে বাংলাদেশ অধিনায়ক নিয়েছেন ফিল্ডিং।
টস হেরে ব্যাটে নামা জিম্বাবুয়ে শুরুতেই উইকেট হারায়। এরপর ঘুরে দাঁড়ায় তারা। দ্বিতীয় উইকেটের ৫২ রানের জুটি ভাঙেন মিরাজ। তারপর টেলর-উইলিয়ামসের ব্যাটে দ্রুত রান তোলে সফরকারী জিম্বাবুয়ে। কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠা টেলরকে ফেরান মাহমুদুল্লাহ। সর্বশেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ে ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে।
জিম্বাবুয়ের প্রথম উইকেট তুলে নেন বাংলাদেশের পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। দলের হয়ে পঞ্চম ওভারে বল হাতে নেন তিনি। নিজের প্রথম ওভারেই ফেরান জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজাকে। তার আউটের পরে ক্রিজে আসেন ব্রেন্ডন টেলর। সঙ্গে থাকা ওপেনার জহুয়া ঝড়ো শুরু করেন। তারা ১২ ওভারে তুলে ফেলেন ৭০ রান। এরপর জহুয়া তুলে মারতে গিয়ে মেহেদি মিরাজের বলে ক্যাচ দিয়ে ফেরেন।
পরে মেহেদির বলে এলবিডব্লিউ হন টেলর। কিন্তু রিভিউ নিয়ে তিনি বেঁচে যান। টেলর এবং উইলিয়ামস মিলে ৭৭ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৭৫ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন টেলর। টেলরের পরে ক্রিজে এসেছেন সিকান্দার রাজা।
বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে শূন্য করে ফেলা ফজলে রাব্বি আছেন একাদশে। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। তাদের দলে ফিরেছেন এলটন চিগুমবুরা।
চট্টগ্রামে শিশির কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া সর্বশেষ সাত দিবারাত্রীর ওয়ানডে ম্যাচের চারটিতে এখানে পরে ব্যাট করা দল জয় পেয়েছে। তাই টসে জয় বাংলাদেশের পক্ষে গেছে। বাংলাদেশ অধিনায়ক বল করার সিদ্ধান্ত নিতেও হয়তো খুব বেশি ভাবেননি।