ক্রিকেট
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।
আজ মঙ্গলবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে মাশরাফির বিন মুর্তজার দল। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করেছে টাইগার বাহিনী।
এ ম্যাচে জয় পেলেই জিম্বাবুয়াইনদের বিপক্ষে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে স্বাগতিকরা।
অন্যদিকে ফাইনালে যেতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই হিথ স্ট্রিকের শিষ্যদের।
বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে মাঠে নামছেন বাম-হাতি স্পিনার সানজামুল ইসলাম। আর একাদশে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নামছে জিম্বাবুয়ে দল।