বাণিজ্য বার্তা
টেলিভিশন উৎপাদনে আরো ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ওয়ালটন

উচ্চমানের পণ্য এবং সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিয়ে গ্রাহকদের মন জয় করতে চায় ওয়ালটন। বিশ্বের প্রতিটি প্রান্তে ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্য পৌঁছে দিতে চায় তারা। দিনব্যাপী ওয়ালটন প্লাজা ম্যানেজার কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। কনফারেন্সে বলা হয়, বিশ্বের সেরা মানের পণ্য তৈরিতে নিজ কারখানায় টেলিভিশন উৎপাদনে আরো ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ওয়ালটন। গত বৃহস্পতিবার (১১ অক্টোবর, ২০১৮) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘মিট দ্য প্লাজা ম্যানেজারস অ্যান্ড একচেঞ্জ ভিউ ২০১৮’ শীর্ষক দিনব্যাপী ওই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের বিভিন্ন জোন থেকে আসা ওয়ালটনের নিজস্ব বিক্রয়কেন্দ্রের তিন শতাধিক ম্যানেজার বা ব্যবস্থাপক অংশ নেন।
বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে কনফারেন্সের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক জাকিয়া সুলতানা, তাহমিনা আফরোজ তান্না এবং রাইসা সিগমা হিমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চিত্রনায়ক আমিন খান।
কনফারেন্সে পণ্যের উচ্চমান নিশ্চিতকরণ এবং দ্রুত বিক্রয়োত্তর সেবা পৌছে দেয়ার অঙ্গীকার করে ওয়ালটন কর্তৃপক্ষ। সেইসঙ্গে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রতিটি প্রান্তে ওয়ালটন পণ্য রপ্তানির প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।
‘আমরা সেরা ছিলাম, আমরা সেরা আছি, আমরা সেরা থাকব’ এই শ্লোগানে প্লাজা ম্যানেজারগণ পণ্য বিক্রয়ে নিজেদের ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইলেকট্রনিক্স পণ্য বিপণনের আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়।
অনুষ্ঠানে বিভিন্ন জোনের সেরা প্লাজা ম্যানেজারদের পুরস্কৃত করা হয়। সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় পরিবেশ পদক এবং এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে ওয়ালটন।