বাণিজ্য বার্তা
‘ট্রাক লাগবে’ মোবাইল অ্যাপসের বাণিজ্যিক সংস্করণ প্রকাশিত

ঢাকা: “ট্রাক লাগবে” মোবাইল অ্যাপসের বাণিজ্যিক সংস্করণ প্রকাশনা উপলক্ষ্যে উৎসব আয়োজিত হয় ১৯ শে সেপ্টেম্বর ২০১৮ তারিখে আগারগাঁও অবস্থিত আই.সি.টি টাওয়ারের ১৫ তলায়। ট্রাক লাগবে অ্যাপসের ব্যবহারকারী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক, টেরিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ( উপসচিব) মিস কাজী হোসনে আরা, ট্রাক লাগবে-এর সি.ও.ও জনাব মীর হোসাইন ইকরাম এবং ট্রাক লাগবে-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এনায়েত রসিদ। অনুষ্ঠানে জনাব এনায়েত রসিদ অ্যাপসটির নতুন সংস্করনের নানাবিধ বৈশিষ্ট উপস্থাপন করেন। অ্যাপসটির নতুন সংস্করন আগষ্ট ২০১৮ এর শেষ সপ্তাহে গুগল প্লে স্টোরে প্রকাশ করা হয়। বাংলাদেেেশর যে কোন স্থান থেকে ট্রাক ভাড়া করার সুবিধা সম্পন্ন অ্যাপসটি সম্পূর্ণ বিনা মূল্যে ডাউনলোড করা যায়। কোন পণ্য প্রেরক আ্যপসটিতে ট্রিপের তথ্য প্রদান করলে তা সাথে সাথে নিকটস্থ ট্রাক ড্রাইভারদের জানানো হয়।