দৈনিক ভালো খবর
দ্বিতীয় একজন এইচআইভি ভাইরাসমুক্ত

প্রাণঘাতী এইডস ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পেয়েছেন চিকিৎসকেরা। তাঁরা বলছেন, অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে এইচআইভি–আক্রান্ত এক রোগীর দেহ এইডস ভাইরাসমুক্ত করা গেছে। চিকিৎসাবিজ্ঞানের এই সাফল্য এইডসের বিরুদ্ধে যুদ্ধে সুখবর এনে দিয়েছে বিশ্ববাসীকে। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, এই সাফল্য এইডস নির্মূলে আশাবাদ জাগিয়ে তুলেছে।
নেচার সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে চিকিৎসাবিষয়ক এক সম্মেলনে তা উপস্থাপন করা হয়। রোগীর অনুরোধে তাঁর নাম, পরিচয়, বয়স ও জাতীয়তা গোপন রাখা হয়েছে।