বাণিজ্য বার্তা
নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব-এর ২৫ বছর পূর্তি উদযাপন

নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম ক্লাব নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব (এনএসইউএসএসসি)- এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ১৩ই ডিসেম্বর, শুক্রবার ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্লাবটির প্রতিষ্ঠার ‘’সিলভার জুবেলী’’ উদযাপন করা হয়৷
১৯৯৪ সালে নর্থসাউথ ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে এই ক্লাবটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানকালীন সময় থেকে এনএসইউএসএসসি নানারকম সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে অন্যতম হল সোশিও ক্যাম্প, উইন্টার ক্লথিং ড্রাইভ, অনুষঙ্গ, জয় ফর ঈদ, ইফতার ডিস্ট্রিবিউশন এন্ড ঈদ ক্লথিং, ব্লাড ডোনেশান ড্রাইভ,আমার পাঠশালা,নো টোবাকো ডে ইত্যাদি। এছাড়া নর্থসাউথ ইউনিভার্সিটির অ্যানুয়াল পিকনিক এবং অ্যানুয়াল দোয়া মাহফিলের আয়োজনও এই ক্লাবটি করে থাকে৷ ক্লাবটির কাজ শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়। জাতীয় ও আন্তর্জাতিক সংকটেও (যেমন – নেপালে ভয়াবহ ভূমিকম্প, রানা প্লাজা দুর্ঘটনা, রোহিঙ্গা সমস্যা ইত্যাদি) ক্লাবের সদস্যরা সহায়তায় এগিয়ে এসেছে৷
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থসাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট এফেয়ার্স ডিরেক্টর পারিসা শাকুর। এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্লাবটির সাবেক ফ্যাক্টাল্টি এডভাইসরস এবং সাবেক ও বর্তমান সকল সদস্যবৃন্দ।
ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট কাইফি সুলতানা কাব্য বলেন,
“নর্থসাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব গত ২৫ বছর ধরে সাফল্যের সঙ্গে একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে।”