খেলা
নাজমুল হোসেন এবং আবু হায়দার রনির অভিষেক!

ঢাকা: টস হেরে ফিল্ডিং এ মাশরাফি বাহিনী। এদিকে পাঁজরে চোট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি তুলে নেওয়া মুশফিকুর রহিম বিশ্রাম পেয়েছেন এ ম্যাচে। তাঁর জায়গায় দলে একাদশে সুযোগ পেয়েছেন মুমিনুল হক। প্রায় সাড়ে তিন বছর পর দেশের হয়ে ওয়ানডে খেলার সুযোগ পেলেন তিনি।শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে পড়েছেন তামিম ইকবাল। এই ওপেনারের জায়গায় আজ ওয়ানডেতে অভিষিক্ত হতে যাচ্ছেন আরেক বাঁ হাতি—নাজমুল হোসেন। এ ছাড়া পেসার মোস্তাফিজুর রহমানও বিশ্রাম পেয়েছেন এ ম্যাচে। আবু হায়দার রনি সুযোগ পেয়েছেন মোস্তাফিজের জায়গায়। বাঁ হাতি এই পেসারও এ ম্যাচ দিয়ে অভিষিক্ত হবেন ওয়ানডে সংস্করণে। সব মিলিয়ে দলে মোট তিনটি পরিবর্তন নিয়ে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।