বিদেশ
নিখোঁজ জিহাদী নারীদের ঘিরে রহস্য রাশিয়ায়

মস্কো: রাশিয়ার হাজার হাজার মুসলিম পুরুষ তথাকথিত ইসলামিক স্টেট বাহিনীতে যোগ দিতে প্রলুব্ধ হয় এবং তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশ ছাড়ে। কিন্তু গতবছর খিলাফত প্রতিষ্ঠার যুদ্ধে তারা পরাজিত হলে এইসব পরিবার রীতিমত হাওয়া হয়ে গেছে। রাশিয়ায় তাদের পরিবারগুলো তাদের সম্পর্কে খবর জানতে মরীয়া এবং ক্রেমলিন এসব শিশুদের ফেরত নিতে চাইছে। তাদের বক্তব্য, এই শিশুরা কোনও অপরাধ করেনি।
কিন্তু শিশুদের এবং তাদের মায়েদের খুঁজে বের করা অত্যন্ত দুরূহ কাজ ।