বিনোদন
নৃত্য পরিবেশন করতে ভারত যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’

কলকাতার‘নবদিশা – ২০১৮’নৃত্য উৎসবে রবীন্দ্রনাথের ইংরেজি কবিতাগুচ্ছ ‘ফায়েরফ্লাইজ’অবলম্বনে নৃত্য প্রয়োযনা ও পরিবেশন করতে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’।অনুষ্ঠানটির আয়োজন করছেন কলকাতার‘উপাসনানৃত্য কেন্দ্র’।‘ফায়েরফ্লাইজ’এরনৃত্য পরিচালনা করেছেন অমিত চৌধুরি,পরিকল্পনায় মার্কিন নৃত্যশিল্পী কোর্টনিসাটো, সঙ্গীত পরচিালনায় নির্ঝর চৌধুরী এবং শৈল্পীক নির্দেশায় লুবনা মারিয়াম। সাধনা এটি প্রথম মঞ্চস্থ করে মার্চ ২০১২তে। সেই বছরই দিল্লীতে মঞ্চায়ন করে সাধনা বিপুল প্রশংসা অর্জন করে।