খেলা
নেইমারের প্রশংসায় জিদান

মাদ্রিদ: দলবদলের রেকর্ড গড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার আগামী বছর রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন— এমন কানাঘুষার মাঝেই তাকে প্রশংসায় ভাসালেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।
ব্রাজিলিয়ান সুপারস্টারকে একজন অসাধারণ খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়ে জিদান বলেছেন, ‘তাকে সবাই ভালবাসে।’