ক্রিকেট
নেতৃত্ব এভাবে চাইনি: রিয়াদ

ঢাকা: শ্রীলঙ্কার মাঠে শততম টেস্ট খেলতে প্রস্তুত বাংলাদেশ দল। অথচ সেই দলে ছিলেন না মাহমুদউল্লাহ ।
একাদশে তো ছিলেনই না, জায়গা হয়নি ১৬ সদস্যের স্কোয়াডেও। আর এই বছরের প্রথম টেস্টে সেই মাহমুদউল্লাহ কিনা প্রস্তুত হচ্ছেন চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নেতৃত্ব দিতে।
অবশ্য টেস্ট থেকে বাদ পড়ার পেছনে ফর্মহীনতাও ছিল কারণ। কিন্তু প্রশ্নটা বেশি ডালপালা মেলতে শুরু করে যখন মাহমুদউল্লাহকে ছেঁটে ফেলতে চাওয়া হয় ওয়ানডে থেকেও।
শেষমেশ ফিরেছিলেন ওয়ানডের দলে। চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইবধে হাঁকিয়েছিলেন অনবদ্য এক শতক। টেস্টের দলে ফিরেছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে। হতাশার সে সিরিজে অন্যদের তুলনায় মাহমুদউল্লাহর পারফরম্যান্সই ভালো ছিল।