আর্টস
নৈতিকতা

আমরা হলাম হুজুগে জাতি। কেউ কিছু করলে অন্যরা পিছিয়ে থাকার দলে থাকতে একদম রাজি নই, সেটা অন্যায় হলেও। এক অদ্ভুত প্রতিযোগিতায় মেতেছি সবাই। এই দেশে এখন সবকিছু সস্তাদর। নৈতিকতা আর মুল্যবোধ ও। এসব এখন গায়ে থাকলেই মনে হয় বিপত্তি। আধুনিকতার স্রোতে নিজেকে ভাসাতে গিয়ে কিছু মানুষ নিজেকেই সস্তাদর করে ফেলেছে।