ঢাকার বাইরে
নড়াইল আদলতে নামঞ্জুর

নড়াইল: স্বাধীনতা যুদ্ধের শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে নড়াইলের আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার এ মামলার শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আব্দুল আহাদ এ আদেশ দেন।
গেল ৩০ মে জেলা ও দায়রা জজ আদালতে বেগম খালেদা জিয়ার আইনজীবী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জামিনের আবেদন করলে আজ আবেদনের শুনানির দিন ধার্য করা হয়।