বিদেশ
পশ্চিমা ক্ষেপণাস্ত্র হামলার পর আসাদ এখন কোথায়?

দামেস্ক: সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের যৌথ বিমান হামলার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ কোথায়? কেমন আছেন তিনি? সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে টুইটারে পোস্ট করা ছয় সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট আসাদ হাতে একটি ব্রিফকেস নিয়ে মার্বেলের তৈরি মেঝের ওপর দিয়ে হেঁটে বড় একটি ঘরে প্রবেশ করেছেন। সেটিকে প্রেসিডেন্টের অফিস হিসেব দাবি করা হচ্ছে। সে সময় মি. আসাদ কালো স্যুট পরিহিত ছিলেন।