দৈনিক ভালো খবর
পাকিস্তানে ইতিহাস গড়লো নারী ক্রিকেট দল

ঘরের মাঠে পাকিস্তান নারী ক্রিকেট দল ২১০ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঠিক এক বল হাতে থাকতে লক্ষ্যে পৌছে যায়। জয় তুলে নেয় মাত্র এক উইকেটের। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম জয়। সোমবার দারুণ এই জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা করে মেয়েরা। বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানে প্রথম সিরিজে সমতা করে ইতিহাস গড়ে।
সালমা-ফারজানাদের এই জয় কাকতালীয়ভাবে মিলে গেছে মুশফিক-মাহমুদুল্লাহদের জয়ের সঙ্গে। একদিন আগে দিল্লিতে ভারতের বিপক্ষে প্রথম টি-২০ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল। ভারতের মাটিতে এটাই বাংলাদেশের প্রথম জয়। মাহমুদুল্লাহরা তাই ভারতে যেমন রোববার ইতিহাস গড়েছেন। ঠিক একইভাবে পাকিস্তানে ইতিহাস গড়েছেন নারী ক্রিকেট দল।
টস জিতে লাহোরে পাকিস্তানের নারী ক্রিকেট দল ব্যাটিং নিয়ে দারুণ শুরু করে। দুই ওপেনার ফিফটি ছাড়ানো জুটি গড়েন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে আবার পঞ্চাশ রানের জুটি হয় তাদের। পাকিস্তান বড় রানের দিকে ছোঁটার ইঙ্গিত দেয়। ওপেনার নাহিদা খান ৬৩ রান করে আউট হন। অন্য ওপেনার করেন ২৪ রান। তিনে নামা বিসমাহ মারুফ ৩৪ রানে ফিরে যান। তারা ১১১ রানে হারায় ৩ উইকেট। এরপর আবার জুটি গড়ে ১৫৮ রানে চতুর্থ উইকেট হারায় তারা। সেখান থেকে ২১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান নারী ক্রিকেট দল।
জবাব দিতে নামা বাংলাদেশ নারী ক্রিকেট দল খুব একটা ভালো শুরু করতে পারেনি। দলীয় ২৯ রানে পরপর দুই উইকেট হারায় তারা। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৮২ রান যোগ করে বাংলাদেশ নারী দল। চতুর্থ উইকেটে যোগ করে ৫৭ রান। দলের ১৬৮ রানে হারায় চতুর্থ উইকেট। সেখান থেকে আবার ১৯৬ রানে ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে যায়। শেষ পর্যন্ত তুলে নেয় এক উইকেটের দারুণ জয়। দলের হয়ে ফারজানা হক খেলেন ৬৭ রানের ইনিংস। মুরশিদা খাতুন ৪৪ রান করেন। মেয়েদের হয়ে ৩ উইকেট নেন রুমানা আহমেদ।
সূত্রঃ সমকাল