ব্যবসা ও বাণিজ্য
পাঠাও মাস্টহেড পিআর চুক্তি

ঢাকা: পাঠাও রাইড শেয়ারিং অ্যাপ এবং দেশের অন্যতম পাবলিক রিলেশন এজেন্সি মাস্টহেড পিআর চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তি অনুযায়ী মাস্টহেড পিআর ‘পাঠাও’কে এক্সক্লুসিভ পিআর প্ল্যানিং এবং সল্যুশন দিচ্ছে যাতে থাকছে মিডিয়া ম্যানেজমেন্ট, পিআর ইভেন্ট ম্যানেজমেন্ট, কর্পোরেট প্রোফাইলিং, ব্র্যান্ড প্রোফাইলিং, পিআর কন্টেন্ট ম্যানেজমেন্ট এন্ড প্ল্যানিং, ক্রাইসিস ম্যানেজমেন্ট, পিআর কাভারেজ মনিটরিং ইত্যাদি।