ট্রেন্ডিং খবরপ্রযুক্তি
নতুন প্রযুক্তি: পাবজি যখন ফ্রি!

আবদুল্লাহ আল মুনতাসির: প্লেয়ার আন্ নোওন্স ব্যাটেল গ্রাউন্ডস বা সংক্ষেপে “পাবজি” আসছে বিনামূল্যে। তবে তা হবে অরিজিনাল গেমের একটি লাইট বা হালকা ভার্সন। যারা পাবজি খেলেছেন বা খেলার ইচ্ছে রাখেন তারা সকলেই জানেন যে পাবজি কম কনফিগারেশনের কম্পিউটার বা ল্যাপটপে চলেনা। আর কিনতে যে টাকা গুনতেই হয়, তা তো আলাদা হিসেব। এবার “পাবজি লাইট” নিয়ে আসছে পাবজি কর্পোরেশন। মূলত এর প্রতিদ্বন্দ্বী গেম “ফোর্টনাইট” এর সাথে লড়াই করে টিকে থাকার জন্যই এই উপায় বের করেছে তারা।
পাবজি প্রথম বেটা রিলিজের পর প্রচুর প্লেয়ার পায়। জনপ্রিয়তার শীর্ষে উঠে যাওয়া এই গেমের কনসেপ্ট খুবই ইউনিক হওয়ায় গ্রাহক পেতে তেমন কষ্ট করা লাগেনি। কিন্তু পরবর্তী সময়ে এপিক গেমস এসে পাবজি কর্পোরেশনের বাড়া ভাতে ছাই দেয় তাদের ফোর্টনাইট গেমের সহায়তায়। ফোর্টনাইট এর প্লাস পয়েন্ট ছিল- ১। গেমটি ফ্রি, ২। গেমটি চালাতে অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের প্রয়োজন নেই। পাবজি কে টপকে গিয়ে, এক রকম ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়ার ব্যবস্থা হয়ে যায় ফোর্টনাইটের। তাই এখন পাবজি কর্পোরেশন উত্তর হিসেবে পাবজি লাইট নিয়ে এসেছে, যা বর্তমানে থাইল্যান্ডে রিলিজ করা হয়েছে বেটা ভার্সনে। আসা করা যাচ্ছে অতি সত্তর তা বিশ্বব্যাপী রিলিজের ব্যবস্থা নেবে পাবজি কর্পোরেশন।