রাজধানী
পোশাকের-রঙে বায়ান্নের চেতনা

ঢাকা:একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা রাজধানীবাসীর পোশাকে ছিল একুশের চেতনার ছাপ। পোশাকে সাদা আর কালো রঙের ব্যবহার বেশি। তাতে অঙ্কিত ছিল বাংলা বর্ণমালা, কবিতার চরণ বা গানের কলি। আবার লাল-সবুজের বাংলাদেশকে ধারণ করতে দেখা গেছে কারো কারো পোশাকে।
শিশুর গালে, কপালে আঁকা ছিল শহীদ মিনার কিংবা জাতীয় পতাকার ছবি। শুধু শিশুরা নয় সব বয়সীরাও এসব নকশায় চিত্রিত করেছেন কপাল-কপোল-বাহু। বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে, সোহরাওয়ার্দী উদ্যানে এবং জাতীয় জাদুঘরের সামনে হাতে তুলি আর রং নিয়ে আঁকিয়েরা ব্যস্ত ছিলেন এসব চিত্রকর্মে। রাস্তার পাশে ছোট ছোট দোকানে এবং হাতে করে ফেরিওয়ালারা বিক্রি করেছেন ছোট ছোট পতাকা, একুশের বাণী লেখা মাথায় বাঁধার ফিতা, শহীদদের ছবিসহ পোস্টকার্ড।
শাহবাগের