ব্যবসা ও বাণিজ্য
ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে বাগডুমে ৪৯% মূল্য ছাড়

ঢাকা: বাংলাদেশের অন্যতম শীর্ষ লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম ‘বাগডুম ডট কম’ আসন্ন ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে বিভিন্ন ব্র্যান্ডের টিভিতে আকর্ষণীয় মূল্য ছাড়ের ঘোষণা করেছে। এর আওতায় সনি, স্যামসাং, প্যানাসনিক, এলজি, ইকো প্লাস, কনিয়ন, সোহানা এবং তোসিবা ব্র্যান্ডের টিভি কিনলে গ্রাহকরা সর্বোচ্চ ৪৯% পর্যন্ত মূল্য ছাড় উপভোগ করার সুযোগ পাবেন। এছাড়াও গ্রাহকরা ৪০ হাজার টাকার কম মূল্যে যেকোন টিভি কিনলে প্রত্যেকটি টিভির সাথে থাকছে দুটো ফ্রি জার্সি এবং ৪০ হাজার টাকা বা তার চেয়ে বেশি মূল্যে টিভি কিনলে প্রত্যেকটি টিভির সাথে একটি করে সাউন্ড সিস্টেম ফ্রি পাবেন।